• Breaking News

    Placeholder Typing Text

    Placeholder text with
    typing effect

    Click search to reset

    Tuesday, 27 February 2018

    বেকারত্ব কি?বেকারত্বের কারণ?বেকারত্ব প্রতিরোধের উপায়? what is Unemployment?


                                  বেকারত্ব

    বেকারত্ব কাকে বলে ?(What is unemployment?)
    উত্তরঃ-যখন কোন দেশ বা অঞ্চলে মানুষের  ইচ্ছা বা ক্ষমতা অনুযায়ী কাজের অভাব দেখা যায়,তখন তাকে বেকারত্ব বলে।
     (When a country or region sees a lack of work according to human will or power, then it is called unemployment.)

    অর্থাৎ, বেকারত্ব হল এমন একটি পরিস্থিতি ; যখন কোন দেশে বহুসংখ্যক সুস্থ ও কর্মক্ষম ব্যক্তি তাদের কাজ করার বয়স হয়েছে এবং কাজ করার আগ্রহ রয়েছে, অথচ কোনো কাজ পাচ্ছেনা।

    উদাহরন স্বরূপ বলা যায়:-     
                  ভারতের মোট কর্মক্ষম শ্রমিকের 56% মানুষ বেকার।ভারতে বেকারত্বের সংখ্যা সব থেকে বেশি এবং দিন দিন বেকারত্বের সংখ্যা বেড়ে চলেছে।

    ★ভারতবর্ষে বেকারত্বের কারণ :-

              বর্তমান ভারতের সব থেকে ভয়ঙ্কর সমস্যা হলো 'বেকারত্ব'।
    এর কারণগুলি হল :-

    1.দ্রুত জনসংখ্যা বৃদ্ধি :- প্রতি বৎসর ভারতে 4 মিলিয়নেরও বেশি মানুষ জন্মগ্রহণ করায় বেকারের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে।

    2. অর্থনীতি বৃদ্ধির মন্থরতা :-  পঞ্চবার্ষিকী পরিকল্পনা সুষ্ঠুভাবে সম্পন্ন না হওয়ার জন্য বেকারত্বের সংখ্যা বেড়েই চলেছে।

    3.কৃষিকাজে অনগ্রসরতা :- গ্রামাঞ্চলে কৃষিকাজে অনগ্রসরতা বেকারত্বের অন্যতম শ্রেষ্ঠ কারণ।

    4.শিল্পের অনুন্নতি :-  কম শিল্প,অনুন্নত শিল্প এবং আধুনিকীকরণের অভাবের জন্য ভারতে বেকারত্ব
    বেড়েছে।

    5.অনুপযোগী শিক্ষাব্যবস্থা :- কারিগরীবিদ্যার সেরূপ প্রচলন না হওয়ায় ভারতে বেকার বৃদ্ধি পেয়েছে। আমরা শুধুমাত্র ওই পুঁথিগত বিদ্যাই লাভ করি,যেটা বাস্তব জীবনে কোনো কাজে লাগেনা।

    এছাড়াও
              অত্যধিক জনসংখ্যা বৃদ্ধি,
               কৃষিকাজ ভিন্ন অন্য পেশার স্বল্পতা,
                কুটির ও ক্ষুদ্রায়তন শিল্পের সম্প্রসারণ না হওয়া,
               কৃষি সংশ্লিষ্ট শিল্পে মন্দা ,
                আন্তর্জাতিক প্রতিযোগিতা বৃদ্ধি,
                শিল্পের মন্দা,
                শিল্প বিরোধ ইত্যাদি বেকারত্ব বৃদ্ধির অন্যতম উল্লেখযোগ্য কারণ।

    ■ বেকারত্ব ও দারিদ্র্যের মধ্যে সম্পর্ক :-
               বেকারত্বের সঙ্গে দারিদ্রতার খুব ঘনিষ্ঠ সম্পর্ক।উন্নয়নশীল দেশে শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি কম থাকায় জনগোষ্ঠীর একটি বৃহৎ অংশ বেকারত্বের শিকার হয়। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা
    যায় বেকারত্বের হার যেখানে বেশি, দারিদ্র্যতাও সেখানে বেশি। 
    অর্থনীতিবিদ রাগনার নার্কসে বলেছেন :- "একটি দেশ দরিদ্র, কারণ সে দরিদ্র" 
    [A countny is poor because it is poor]
    বেকারত্বের কুফল বা ফলাফলগুলি হলো :-
    1.মানবিক সম্পদের অবনতি,
    2.দারিদ্র্যতা বৃদ্ধি,
    3.সামাজিক অস্থিতাবস্থা, 
    4.রাজনৈতিক সমস্যা,
    5.আয়ের অসাম্য,
    এছাড়াও অপুষ্টি,শ্রমিকের মধ্যে হতাশা,নারীর অবনমন ইত্যাদি।
    বেকারত্বের ফলে কত মানুষ আত্মহত্যা করে

    ★ বেকারত্বের সমস্যার সমাধান বা প্রতিরোধের উপায়গুলি হলো:-
    যে সকল প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা বেকারত্বের সমস্যার সমাধান করা যায়,সেগুলি নিম্নে আলোচনা করা হলো :-
    1.কৃষিকাজে কাঠামোগত পরিবর্তন,
    2.জনসংখ্যা দ্রুত বৃদ্ধি হ্রাস,
    3.সরকারী কর্মসূচী,(খাল খনন,বাঁধ নির্মাণ,রাস্তাঘাট,100 দিনের কাজ ইত্যাদি)
    4. শিক্ষাপদ্ধতির আমূল পরিবর্তন,(কারিগরী ও পেশাগত শিক্ষার প্রতি জোর দেওয়া)
    5.গ্রামীণ শিল্পায়ন,(গ্রামে কুটিরশিল্প ওহস্তশিল্পের বিকাশ ঘটানো।
        ইত্যাদির ফলে বেকারত্ব কে রোধ করা যেতে পারে।


                 www.educationweb.tk

    3 comments:

    1. প্রশ্নের উত্তর গুলো মনমুগ্ধকর!

      ReplyDelete
    2. বেকারত্ব কোন দিন শেষ বা সমাধান হবে না।

      ReplyDelete
    3. বিভিন্ন সরকারি চাকরি চাই

      ReplyDelete